এক্সেলে লোনের হিসাব কিভাবে করবেন? MS Excel Financial Function


আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক অনেক ভাল আছেন 🙂 আজকের এই টিউটোরিয়াল এর মাধ্যমে আপনারা শিখতে পারবেন কিভাবে মাইক্রোসফট এক্সেলে লোনের হিসাব করবেন ফিনান্সিয়াল ফাংশনগুলোর মাধ্যমে । ফিন্যান্সিয়াল অনেকগুলো ফাংশন আছে যেগুলোর মাধ্যমে এক্সেলের সুন্দর সুন্দর কাজ করা যায় 😀 আজকে আমরা শিখব, আপনি যদি কোন ব্যাংকের কাছ থেকে একটি লোন নিয়ে থাকেন, সেই লোনের উপর কত পার্সেন্ট ইন্টারেস্ট নিলে কত মাসের সুদ করলে আপনার কাছ থেকে কত টাকা প্রতি কিস্তিতে ইন্টারেস্ট এবং আসল নিচ্ছে সেগুলোর হিসাব। আমরা এই ভিডিওটির মাধ্যমে শিখব ফিন্যান্সিয়াল ফাংশন এর তিনটি ফর্মুলা, ফর্মুলা গুলো হল –

 =PPMT =IPMT =PMT

আমাদের আজকের কাজের ডেমো ফাইলটি হবে নিচের মত 

লোনের হিসাব
লোন নিয়েছেন                                           1,500,000
কিস্তির মেয়াদ (মাস)                                                                                 72
সুদ10%
 
কিস্তি নংINTERESTPRINCIPALTotal
1(Taka 12,500.00)(Taka 15,288.76)(Taka 27,788.76)
2(Taka 12,372.59)(Taka 15,416.16)(Taka 27,788.76)
3(Taka 12,244.13)(Taka 15,544.63)(Taka 27,788.76)
4(Taka 12,114.59)(Taka 15,674.17)(Taka 27,788.76)
5(Taka 11,983.97)(Taka 15,804.79)(Taka 27,788.76)
6(Taka 11,852.26)(Taka 15,936.49)(Taka 27,788.76)
7(Taka 11,719.46)(Taka 16,069.30)(Taka 27,788.76)
8(Taka 11,585.55)(Taka 16,203.21)(Taka 27,788.76)
9(Taka 11,450.52)(Taka 16,338.24)(Taka 27,788.76)
10(Taka 11,314.37)(Taka 16,474.39)(Taka 27,788.76)
11(Taka 11,177.08)(Taka 16,611.67)(Taka 27,788.76)
12(Taka 11,038.65)(Taka 16,750.11)(Taka 27,788.76)
13(Taka 10,899.07)(Taka 16,889.69)(Taka 27,788.76)
14(Taka 10,758.32)(Taka 17,030.44)(Taka 27,788.76)

আপনাদের সুবিধার্তে আজকে সম্পূর্ণ টিউটোরিয়ালটি ভিডিও আকারে তৈরি করে আমার ইউটিউব চ্যানেলে আপলোড দিয়েছি! সেই ভিডিও লিংকটি আমি নিচে দিয়ে দিলাম, সেখান থেকে ক্লিক করে আপনারা দেখতে পারবেন এবং আপনাদের সুবিধার্থে আজকের এই টিউটোরিয়াল এর ভিডিওটির ভিতরে যে প্র্যাকটিস ফাইল নিয়ে কাজ করেছি সেই ফাইলটি ডাউনলোড লিঙ্কও দিয়ে দিলাম! ডাউনলোড এ ক্লিক করলেই আপনার ফাইলটি পেয়ে যাবেন এবং ফাইলটি নিয়েও আপনার প্র্যাকটিস করতে পারবেন। সবাই ভালো থাকবেন।


December 6, 2021

2 responses on "এক্সেলে লোনের হিসাব কিভাবে করবেন? MS Excel Financial Function"

Leave a Message

Your email address will not be published. Required fields are marked *

© 2020 Tanvir Academy. All rights reserved. DESIGN & DEVELOP BY ~ Soft IT Care
X