
In this tutorial you are going to learn how to earn money from YouTube and full tutorial, you learn Bangla.
আজকের পর্বে মূলত আমি আমার নিজের ইউটিউব লাইভ স্ট্রোরি নিয়ে আলোচনা করব। আমি ২০১৮ সালের জানুয়ারী মাসের ১৬ তারিখে আমার প্রথম চ্যানেল তৈরী করি, এরপর আমি অনেকগুলো চ্যানেল তৈরী করেছি আবার ডিলিট ও করেছি! কোন ভাবেই চ্যানেলের সঠিক নিশ খুছে পাচ্ছিলাম না ! ঠিক এর কয়েকটা দিন পরে মাথায় আইডিয়া আসলো, আমি যে টপিক নিয়ে আমার প্রফেশনাল লাইভে কাজ করে থাকি সেই টপিক রিলেটেড কাজ করলে কেমন হয়, ঠিক যেই চিন্তা সেই কাজ 😀 পরে এক্সেল নিয়ে ভিডিও তৈরী করা শুরু করলাম এবং অনেক গুলো ভিডিও আপলোড দিতে থাকলাম, কিন্তু দু:খের বিষয় হলো চ্যানেলের সাবসক্রাইবার বাড়ে না আর ভিউস ও আসে না! হতাশ হয়ে যাচ্ছিলাম, পরে আরেকটি চ্যানেল খুললাম সেখানে টেক রিলেটেড কাজ করতে থাকলাম কিন্তু সাকসেস আসে না, মনে করেছিলাম কাজ করা বাদ দিয়ে দিব, ঠিক সেই মূহুর্তে আইডিয়া আসলো মিডিয়ার টপিক নিয়ে কাজ করব, শুরু করে দিলাম এবং অবাক কান্ড হল প্রথম ভিডিওটিই ভাইরাল হয়ে গেল, আর এরপর থেকে মিডিয়ার টপিক নিয়ে ভিডিও দিতে থাকলাম রেগুলার, পাশাপাশি তানভীর একাডেমিতে ২ দিন পর পর ভিডিও দিতে থাকলাম, কারন আমার টার্গেট ছিল তানভীর একাডেমি ভালো ভাবে দাড়িয়ে গেলে আমি মিডিয়া রিলেটেড চ্যানেলটি ছেড়ে দিব। ঠিক ৭ মাস ১৮ দিন পরে আমার তানভীর একাডেমির একটি ভিডিও ভাইরাল হয়েগেল!!! আলহামদুলিল্লাহ আর পিছনে ফিরে তাকাতে হয় নি 😊 যেহেতু আমার টার্গেট ছিল তানভীর একাডেমি দাড়িয়ে গেলে আমি মিডিয়া নিয়ে কাজ বাদ দিব ঠিক সেইটাই আমি করলাম!
৭৮০০০ সাবসক্রাইবার এর ১টি চ্যানেল এর আমি সকল ভিডিও ডিলটি করে দিলাম। ১ বছর ২ মাস পরে আমি গুগল এডসেন্স এর চিঠি হাতে পাই এবং তার ২ মাস পর থেকে প্রতি মাসে আমার একাউন্টে টাকা আশা শুরু হয়ে গেল! আলহামদুলিল্লাহ আমি প্রতি মাসে ইউটিউব থেকে ৬০/৭০ হাজার টাকা ইনকাম করছি!!! আল্লাহর কাছে হাজার শুকরিয়া আদায় করি। আমি জানি এই টাকাটা অনেক ইউটিউবারদের কাছ সামান্য হতে পারে, কারন তারা প্রতি মাসে লাখ টাকার উপরে ইনকাম করেন! তবে আমার কাছে এটাই অনেক! আমার ইনকাম দিনকে দিন আলহামদুলিল্লাহ বাড়ছে। আর আমি কিন্তু মাত্র ১দিনে এখানে আসিনি, এখানে আসতে আমার ৩ বছর লেখেছে। সুতরাং এখানে দেখা যায় অনেকে মাত্র ১ মাসে সাকসেস হতে পারে আবার দেখা যায় ১ বছরেও সাকসেস হতে পারে না! তবে আপনি যদি সব কিছু ঠিকঠাক ভাবে মেনে কাজ করে যান একদিন না একদিন সাকসেস হবেনই। সামনের পর্বে আলোচনা করব আপনি কোন নিশ/ক্যাটাগরি নিয়ে কাজ করলে সফলতা পাবেন দ্রুত। যদি আজকের আলোচনা ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ (তানভীর রহমান)
thanks for sharing your story of succes brother.is inpirable