যদি অভিবাবক সন্তানের ছুটির জন্য আবেদন করে:-
তারিখ: ২৭ মার্চ ২০২২ ইং
বরাবর,
প্রধান শিক্ষিকা,
শাখা-২, মনিপুর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ,
ইব্রাহিমপুর, মিরপুর, ঢাকা।
বিষয়: অসুস্থার জন্য ছুটি মঞ্জুরের আবেদন।
জনাব,
সবিনয় বিনীত নিবেদন এই যে, আমি তানভীর রহমান আপনার বিদ্যালয়ের: – নাম: তানিশা রহমান, শ্রেনী: ৪র্থ (বালিকা), রোল: ১ এর অভিবাবক (পিতা) । আমার সন্তান গত ৪ মার্চ ২০২২ ইং তারিখ থেকে ২৭ মার্চ ২০২২ ইং তারিখ পযর্ন্ত পাকস্থলিতে ইনফেকশন এবং টাইফয়েড জ্বরের কারনে মারাত্মক অসুস্থ ছিল! যাহার কারনে সে প্রথম মাসিক পরিক্ষা এবং বিদ্যালয়ের ক্লাস গুলোতে উপস্থিত হতে পারেনি। উক্ত বিষয় বিদ্যালেয়ের মেডিকেল বিভাগ এবং তানিশা রহমানের শ্রেনী শিক্ষকসহ অবগত।
অতএব মহোদয়ের নিকট আমার আকুল আবেদন এই যে, উপরিউক্ত বিষয়টি বিবেচনা করে আমার সন্তানের ছুটি মঞ্জুর করার অনুমতি প্রদানে আপনার সদয় মর্জি কামনা করছি ।
বিনীত নিবেদক
তানভীর রহমান
অভিবাবক
শিক্ষার্থী: তানিশা রহমান
শ্রেনী: ৪র্থ (বালিকা)
রোল: ১
যদি ছাত্র/ছাত্রী নিজে আবেদন করে
তারিখ: ২৭ মার্চ ২০২২ ইং
বরাবর,
প্রধান শিক্ষিকা,
শাখা-২, মনিপুর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ,
ইব্রাহিমপুর, মিরপুর, ঢাকা।
বিষয়: অসুস্থার জন্য ছুটি মঞ্জুরের আবেদন।
জনাব,
সবিনয় বিনীত নিবেদন এই যে, আমি তানিশা রহমান, শ্রেনী: ৪র্থ (বালিকা), রোল: ১ আপনার বিদ্যালয়ের একজন নিয়মিত ছাত্রী । আমি গত ৪ মার্চ ২০২২ ইং তারিখ থেকে ২৭ মার্চ ২০২২ ইং তারিখ পযর্ন্ত পাকস্থলিতে ইনফেকশন এবং টাইফয়েড জ্বরের কারনে মারাত্মক অসুস্থ ছিলাম ! যাহার কারনে বিদ্যালয়ের ক্লাস গুলোতে উপস্থিত হতে পারেনি। উক্ত বিষয় বিদ্যালেয়ের মেডিকেল বিভাগ এবং আমার শ্রেনী শিক্ষকসহ অবগত।
অতএব মহোদয়ের নিকট আমার আকুল আবেদন এই যে, উপরিউক্ত বিষয়টি বিবেচনা করে আমার ছুটি মঞ্জুর করার অনুমতি প্রদানে আপনার সদয় মর্জি কামনা করছি ।
বিনীত নিবেদক
তানিশা রহমান
শ্রেনী: ৪র্থ (বালিকা)
রোল: ১
0 responses on "অসুস্থতার জন্য ছুটির আবেদন পত্র ফরমেট সহ"